Magic English Grammer For Class 6 to 12

  


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহ্‌র রহমতে ভাল আছেন। আজকের এই পোস্ট এ শিখতে পারবেন ইংলিশ গ্রামার সম্পর্কে। এবং ক্লাস -০১ থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাস করুন ইংলিশ এ স্মাট হতে পারবেন।

আর নয় গ্রামার থেকে ভয়-চলে এসেছে ম্যাজিক। তো চলুন শুরু করা যাক।


আজকে আমরা শিখবো - Verb (a-z)

💠যে word দ্বারা কাজ বুঝায় তাকে verb বলে।
যেমনঃ Eat, Read, Write, Walk, See.

💠 Verb প্রধাণত দুই প্রকার।
1. Finite verb.
2. Non - Finite verb.


Finite Verb

💠যে verb গুলো তাদের Tense ও mood ও number দ্বারা এবং তার subject এর Person ও Number দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে Finite Verb বলে।


💠Principal Verb: Sentence এ যে verb এর নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোন verb এর সাহায্য ছারা ও স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Verb বলে।

যেমনঃ 
We Play cricket.
We need some money.

💠Auxiliary verb: Sentence - এ যে verb এর নিজস্ব অর্থ থাকে না এবং অন্য verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে Auxiliary Verb বলে।

যেমনঃ 
Iam reading a novel.
Ebrahim is eating rice.



1. Primary Auxiliary Verb: Beverb (am/is/are/was/were), do, does, did, have, has, had প্রভূতি।

2. Modal Auxiliary Verb: shall, should, will, would, can, could, may, might, must প্রভূতি।

3. Semi Auxiliary Verb: be going to, be able to, be willing to, have to প্রভূতি।


None - Finite Verb

💠যেসবঃ Verb finite verb এর সাহায্য ছারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে None-finite verb বলে।

যেমনঃ
 1. He is going to play cricket.
 2. Liza saw the girl dancing.



💠ইংরেজি ভাষার Verb এর তিনটি From আছে।

1. Present form.
2. Past form.
3. Past participle.


💠আলোচনার সুবিধাত্তে Present from কে (v1) Past form কে (v2) এবং Past participle কে (v3) লিখে verb এর তিনটি form উল্লেখ করা হলো।

Verb-1 Verb-2 Verb-3
go(যাওয়া) went gone
come(আসা) came come
read(পড়া) read read
break(ভাঙ্গা) broke broken
eat(খাওয়া) ate eaten
do(করা) did done
write(লেখা) wrote written
make(তৈরি করা) made made
cook(রান্না করা) cooked cooked
chide(তিরষ্কার করা chid chid
play(খেলা) played played
draw(টানা) drew drawn
drink(পান করা) drank drunk
drive(চালানো) drove driven
fight(মারামারি করা) fought fought
find(পাওয়া) found found
fly(উড়া) flew flown
forget(ভুলে যাওয়া) forgot forgotten
get(পাওয়া) got gotten
grow(জন্ম) grew grown
know(জানা) knew known
run(দৌরানো) ran run
see(দেখা) saw seen
rise(উঠা) rose risen
lie(শয়ন করা) lay lain
sew(সেলাই করা) sewed sewed
sing(গান করা) sang sung
sink(ডুবে যাওয়া) sank sunk
sit(বসা) sat sat
speak(কথা বলা) spoke spoken
swim(সাঁতার কাটা) swam swum
strike(আঘাত করা) strung strung
strive(চেষ্টা করা) strove striven
take(লওয়া) took taken
throw(নিখেপ করা) threw thrown
belive(বিশ্বাস) belived belived
buy(ক্রয় করা) bought bought
carry(বহন করা) carried carried
catch(ধরা) cought caught
fell(অনুভব করা) felt felt
flow(প্রভাবিত করা) flowed flowed
found(স্থাপন করা) founded founded
have(আছে) had had
hear(শুনা) heard heard
may(পরা) might might
say(বলা) said said
send(পাঠানো) sent sent
teach(শিক্কা দেওয়া) taught taught
work(কাজ করা) worked worked


আশা করি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।



Md: Minhajul Islam YT


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url