Spoken English and Translation 1st Class

 

Spoken English And Translation এর নিয়ম


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আশা করছি সবাই আল্লাহুর রহমতে ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইংলিশ কথা বলার কৌশল। আপনি যদি আমাদের পোস্ট রেগুলার অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক-



Rule- 01

Feel Like

কোন বাক্যের শেষে 'ইচ্ছা করছে' এরূপ উল্লেখ থাকলে Feel Like ব্যবহৃত হয়।

Structure: S+Feel like + V + ing + obj

Ex:----------

1. আমার পড়তে ইচ্ছা করছে।

= I feel like reading.

2. আমার কক্সবাজার যেতে ইচ্ছা করছে।

= I feel like going to Coxbazar.

3. আমার ছবিটি দেখতে ইচ্ছা করছে।

= I feel like watching the movie.

4. আমার বার্গার খেতে ইচ্ছা করছে।

= I feel like eating Burger.

5. আমার কফি খেতে ইচ্ছা করছে।

= I feel like having Coffee. 

Rule- 02

Should have

কোন বাক্যের শেষে 'উচিত ছিল' এরুপ উল্লেখ থাকলে should have ব্যবহৃত হয়।

Structure :- S+should have+Verb ৩য় রুপ+obj

Ex:----------

1. তোমার কাজটি করা উচিত ছিল।

= You should have done the work.

2. আমার ইংরেজি শেখা উচিত ছিল।

= I should have learnt english.

3. আমার স্কুলে যাওয়া উচিত ছিল।

= I should have gone to school.

4. তোমার এ+ পাওয়া উচিত ছিল।

= You should have got A+.

5. ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি জেতা উচিত ছিল।

= Bangladesh should have won the match against India.

Rule-03

need not have

কোন বাক্যের শেষে ' না করলেও চলত, না বললেও চলত, না গেলেও চলত, না আসলেও চলত' এরুপ উল্লেখ থাকলে need not have ব্যবহৃত হয়।

Structure: S+need not have+ Verb ৩য় রুপ+obj

Ex:-----------

1. তোমার সেখানে না গেলেও চলত।
= You need not have gone there.
2. তানজিল এর কাজটি না করলেও চলত।
= Tanzil need out have done the work.
3. আমার বাড়ি না আসলেও চলত।
= I need not have bought the mobile.
4. নাফছির মোবাইলটি না কিনলেও চলত।
=Nafchi need not have bought the mobile.
5. আলিফের ভাত না খেলেও চলত।
= Alif need not have eaten rice.

Rule-04

*It is high time to* 

কোন বাক্যের শেষে ‘এখনই উপযুক্ত সময়, ইহাই উপযুক্ত সময়’ এরুপ উল্লেখ
থাকলে It is high time to ব্যবহৃত হয়।
Structure : It is high time to + Verb ১ম রুপ + obj + 
Ex:----------

1. পড়ালেখা করার এখনই উপযুক্ত সময়।
= It is high time to study.
2. আমাদের ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
=It is high time to build our carrier.
3. প্রধান শিক্ষকের সাথে দেখা করার এখই উপযুক্ত সময়।
=It is high time to meet with Head teacher.
4. তোমার সাথে কথা বলার এখন উপযুক্ত সময়।
=It is high time to speak with you.

5. কাজটি করার এখনই উপযুক্ত সময়।
=It is high time to do the work.

Rule-05

It is time to

কোন বাক্যের শেষে 'এখন করার সময়, এখন খেলার সময়, এখন যাওয়ার সময়’ এরুপ উল্লেখ থাকলে It is time to ব্যবহৃত হয়।
Structure: It is time to + Verb ১ম রূপ + obj + Ex

Ex:----------

1. এখন স্কুলে যাওয়ার সময়।
= It is time to go to school.
2. এখন পড়ালেখা করার সময়।
=It is time to study.
3. এখন কাজ করার সময়।
=It is time to do the work.
4. এখন খেলার সময়।
=It is time to play.
5. এখন ঘুমানোর সময়।
=It is time to sleep.

Rule - 6

Need not
কোন বাক্যের শেষে ‘দরকার নাই’ এরুপ উল্লেখ থাকলে Need not ব্যবহৃত হয়। 
Structure: Sub + need not + Verb ১ম রুপ + obj

Ex:----------

1. আমার ঢাকা যাওয়ার দরকার নাই ।
= I need not go to Dhaka.
2. তোমার এখন কাজটি করার দরকার নাই।
= You need not do the work now:
3. সাইদ এখন মিষ্টি খাওয়ার দরকার নাই।
= Sayed need not eat sweet now.
4. তার এখন বিয়ে করার দরকার নাই ।
=He needs not merry now.
5. তোমার মিথ্যা বলার দরকার নাই ।
=You need not tell lie.

Rule - 7
used to

কোন বাক্যে অতীতে কোন কিছু করতাম যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে used to ব্যবহৃত হয়।
Structure : Sub + use to + Verb ১ম রুপ + obj

Ex:----------

1.আমি রোজ নদীতে সাতার কাটতাম।
= I used to swim in the river daily.
আমি প্রতিদিন স্কুলে হেটে যেতাম।
=I used to go to school on foot.
2. আমি প্রতিদিন আমার মায়ের কাছে ঘুমাতাম।
=I used to sleep with my mother everyday.
4. আমি সকালে পবিত্র কুরআন তেলওয়াত করতাম।
=l used to recite the holy quran in morning.
5. আমি শৈশবে গ্রামে বাস করতাম।
=I used to live in village in childhood.

Rule - 08

have to / has to

কোন বাংলা বাক্যে ‘যেতে হবে, করতে হবে, পড়তে হবে খেলতে হবে এরুপ
উল্লেখ থাকলে have to / has to ব্যবহৃত হয়।
Structure: Sub + have to / has to + Verb ১ম রুপ + obj

Ex:----------

1. আমাকে স্কুলে যেতে হবে।
= I have to go to school.
2. আমাকে ঢাকা যেতে হবে
=I have to go to Dhaka.
3.শারমিনকে ক্যাম্পাসে যেতে হবে।
=Sharmin has to go to campus.
4. আমাদেরকে নাটক টি দেখতে হবে।
=we have to enjoy the drama.


Rule - 9

had to

কোন বাংলা বাক্যের শেষে করতে হয়েছিল, যেতে হয়েছিল, পড়তে হয়েছিল এরুপ উল্লেখ থাকলে had to ব্যবহৃত হয়।
Structure: Sub + had to + Verb ১ম রুপ + obj
Ex.
1. আমাকে কাজটি করতে হয়েছিল।
= I had to do the work.
2. আমাদেরকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছিল।
= We had to fight for freedom.
3. বসের সাথে আমার দেখা করতে হয়েছিল।
=I had to meet with boss.
4. আমাদের পুকুরটি খনন করতে হয়েছিল।
=We had to dug the pond.
5. তাকে ঢাকা যেতে হয়েছিল
= He had to go to dhaka.

Rule - 10

have / has got to

কোন বাংলা বাক্যের শেষে যেতেই হবে, করতেই হবে, পড়তেই হবেএরুপ
উল্লেখ থাকলে have / has got to ব্যবহৃত হয়।
Structure : Sub + have / has got to + Verb ১ম রুপ + obj

Ex:----------

1. আমাকেA+ পেতেই হবে।
= I have got to get A+.
2. আমাকে গ্রামে যেতেই হবে।
=I have got to go to village.
3. বাংলাদেশকে ম্যাচটি জিততেই হবে।
=Bangladesh has got to win the match.
4. তোমাকে কাজটি করতেই হবে।


আশা করি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।



Md: Minhajul Islam YT


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url