Realme C53 Price and Review launches 6/128 GB and 5000 mAh Battery

Realme C53 Price and Review launches 6/128 GB and 5000 mAh Battery



Realme C53 launches 6/128 GB and 5000 mAh Battery


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই মহান আল্লাহ্‌র রহমতে সবাই ভাল আছেন। আর Tricksky এর সাথে থাকলে অবশ্যই ভাল থাকবেন।

Price: 15000 Tk. (BDT)

Brand: Realme

Category: Smartphones.

OS: Android 13, Realme UI T

Display: 6.74" (1080x2400) pixels.

Camera: 50 MP (1080p) Back Main Camera.

Font Camera: 8M, f/2.0, (wide)

Video: 1080@30fps, 1080@30fps.

Ram: 6GB unisoc Tiger T612.

Battery: 5000mAh Li-Po.

Design: Best Design.

Internet Speed: HSPA 42.2/5.76 Mbps, LTE.

SIM: Dual SIM (Nano_SIM, dual stand - by)

Display Type: IPS LCD capacitive touchscreen, 16M Colors.

GPU: Mail-G57

Sensors: Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass.



Realme C53 বর্তমান লঞ্চ মালয়েশিয়া থেকে করা হয়েছে। Realme C53 এই মডেলটি আইফোনের মত করে করা হয়েছে। ফোনটির লুক দেখতে খুবই সুন্দর এবং নজর কারা। ফোনটি এন্টি লেভেল সেগমেন্টের জন্য একটি বড় সাশ্রয়ী হ্যান্ডসেট। এটি ইতিমধ্যে 6/128GB Ram সহ বাজারে আসতে চলেছে। বর্তমান বাজার কাপাতে আসছে এই ফোনটি।


নেটওয়ার্কঃ ফোনটির নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী, ফোনটির নেটওয়ার্ক এ কোন সমস্যা দেখা দেয় নী। ফোনটিতে 2G, 3G, 4G সার্পোট রয়েছে। 

2G Bands = GSM 850/900/1800/1900 -SIM 1 & SIM 2

3G Bands = HSDPA 850/ 900/ 1900/ 2100

4G Bands = LTE

5G Bands = (not support)


ডিসপ্লেঃ ফোনটির ডিসপ্লে অসাধারণ যারা গেম বেশি খেলবে তাদের জন্য বেস্ট একটা ডিসপ্লে হবে। Display: 6.74" (1080x2400) pixels. IPS LCD capacitive touchscreen, 16M Colors.


ব্যাটারিঃ ব্যাটারি দিক দিয়েও যথেষ্ট ভালো, Non-removable [Li-Po], 5000 mAh, 33W wired, 50% in 31min (advertised)

USB: Type - C2.0


ফোনটি Unisoc T612 দ্বারা চালিত, 2x Cortex-A75 এবং 6x A55 Core সহ একটি 12nm চিপসেট, এছাড়াও একটি Mali-G57 GPU।  আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি, এটি 6GB RAM এর সাথে যুক্ত, যা ভার্চুয়াল RAM ব্যবহার করে দ্বিগুণ করা যেতে পারে।  128GB স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করেও বাড়ানো যেতে পারে।  মনে রাখবেন এটি একটি ডুয়াল-সিম 4G ফোন এবং এর কার্ড স্লটে তিনটি দাগ রয়েছে, তাই আপনাকে দ্বিতীয় ফোন লাইন এবং আরও স্টোরেজের মধ্যে বেছে নিতে হবে না।

অনেক সময় আমরা, ফোনের রিভিউ দেখি কিন্তু আমরা কিছু কিছু ওয়ার্ড আছে, যার অর্থ জানি না আমরা, সেজন্য আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, 

Variant - বৈকল্পিক।
Category - বিভাগ।
Compare - তুলনা করা।
Released - মুক্তি পেয়েছে।
Announced - ঘোষণা করেছে।
Status - পদমর্যাদা।
Technology - প্রযুক্তি।
Phone Body - ফোনের সব শরির।
Dimensions - মাত্রা।
Weight - ওজন।
Build - নির্মাণ করুন।
Other:- অন্যান্য।
Resolution - রেজোলিউশন।
Size - আকার।
Protection - সুরক্ষা।
Features - বৈশিষ্ট্য। বা বারতি নতুন কোন কিছু যোগ+ করাকে বোঝায়।
Platform :- প্রচারের মাধ্যম।
Internal - অভ্যন্তরীণ।
Primary Camera - প্রাথমিক ক্যামেরা।
Connectivity - সংযোগ।
Sensors - সেন্সর।
Charging - চার্জিং।
Non removable - অপসারণযোগ্য।
Capacity - ক্ষমতা, শক্তি, ধারণশক্তি।
Space black - মহাকাশ কালো।
Price - মূল্য।
Buy - কেনা বা ক্রয়।
Highlight - লক্ষণীয় করা।
More - আরো।


আরও পড়ুনঃ Time Machine | Bangla Golpo | Bangla Story - tricksky

আশা করি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।


Thank you All

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url